হরষিত সিংহ,মালদহঃ
ফের দুঃসাহসিক চুরির ঘটনা মালদহের ইংরেজবাজার শহরে। বাড়ি থেকে ব্যাগের মধ্যে রাখা সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা।সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজার শহরের শরৎপল্লী এলাকায়। ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
জানা গিয়েছে, শরৎপল্লী এলাকার বাসিন্দা সুমিতা রায় সোমবার একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য সোনার গয়না এবং নগদ দশহাজার টাকা একটি ব্যাগে রেখেছিলেন।এদিন সকালবেলা ওই ব্যাগটি জানলার ধারে পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগ খুলে দেখেন সোনার গয়নাসহ দশহাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, জানালার গ্রিলে হাত ঢুকিয়ে ওই ব্যাগ খুলে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
সবমিলিয়ে প্রায় সত্তরহাজার টাকার জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতির দাবী ওই মহিলার। গৃহিণী সুমিতা রায় জানিয়েছেন স্বামী রাজু রায় ও দুই সন্তানের সাথে তিনি প্রায় এক বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকেন। বহিরাগতদের আনাগোনার কথাও স্বীকার করেন সুমিতা দেবী।ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584