নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতির হানা অব্যাহত মাদারিহাট- বীরপাড়া ব্লকে। বুধবার ফের হাতির দল দাপিয়ে বেড়াল ব্লকের ডিমডিমা চা বাগান, হরিপুর মালঙ্গী বস্তি এলাকায়। রেহাই পায়নি হরিপুর আই টি ডি পি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ৩ টি হাতি ডিমডিমা চা বাগানের হাট খোলা লাইনে সীতা খাড়িয়া, রাজেশ তিরকি,মরিয়ানুষ খাড়িয়াএবং পাইকাস উরাওয়ের বাড়িতে হানা দিয়ে পৃথক চারটি ঘর ভেঙ্গে তছনছ করে হাতির দল।
অপর দিকে একই দিনে ভোর রাতে ধুমচির জঙ্গল থেকে বের হয়ে হরিপুর গ্রামের কয়েকটি বাড়িতে হানা দিয়ে তছনছ করে। তবে কোথাও পর্যাপ্ত খাবার না পেয়ে শেষে মিড ডে মিলের চালের লোভে হরিপুর প্রাথমিক স্কুলের অফিস ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানান, “হাতির দল স্কুল ঘরটির অফিস ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তছনছ করেছে।বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।”
আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে বাচ্চা চুরি সন্দেহে মরণঝাঁপ মায়ের
এ বিষয়ে মাদারিহাট বন দপ্তরের রেঞ্জার খগেশ্বর কার্জি বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে বিদ্যালয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেবার কোন নিয়ম নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584