সুদীপ পাল, বর্ধমানঃ
মাত্র মাসখানেক আগেই মাঝরাতে একাধিক নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু। পুলিশ তদন্তে নেমে সেবার একজনকে গ্রেপ্তার করেছিল। কিছুদিন বন্ধ থাকার পর ফের তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ।
যদিও তাঁর মন্তব্য, দেশের রাজনৈতিক যা পরিস্থিতি তাতে এই ঘটনা স্বাভাবিক। তিনি বলেন, আগস্টের মাঝামাঝি রাত দেড়টা থেকে সওয়া তিনটা পর্যন্ত ১৬টি আলাদা নম্বর থেকে ফোন করা হয়েছিল তাঁকে। প্রত্যেকটি ফোনেই খুনের হুমকি দেওয়া হয়েছিল, তার সাথে গালিগালাজ তো ছিলই। জেলাশাসক ও পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছিলেন। গত মাসের ৩০ তারিখ সঞ্জিত ঘোষ নামে নদীয়া থেকে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার সপ্তাহ দুয়েক পরে ফের অন্য নম্বর থেকে ফোনে হুমকি আসতে থাকে বলে অভিযোগ দেবুবাবুর। রাত ২.০৯ মিনিটে ও ২.১৩ মিনিটে তাঁকে ফোন করা হয় এবং খুনের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুনঃ ফালাকাটায় এসএফআইয়ের ধিক্কার মিছিল
এরপরেও ফোন এসেছিল তবে তিনি আর ফোন ধরেননি বলে জানান। পুলিশ সুপারকে তিনি সম্পূর্ণ বিষয়টি আবার জানিয়েছেন। পুলিশ সুপার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584