নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাড়ি থেকে বেআইনী চোলাই বিক্রির প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে মদ মাটিতে ফেলে ধ্বংস করল।ঘটনার প্রকাশ এই যে,আজ রাত্রি সাড়ে নয়টা নাগাদ পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানার রসিকাচক গ্রামে বেআইনী ভাবে চোলাই মদ বিক্রির অভিযোগ তুলে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায় যে,এলাকার বাসিন্দা গদাই গিরি পেশায় চাষী হলেও বিগত মাস পাঁচেক ধরে বেআইনী চোলাই বিক্রি করছে।সেই মদ খেয়ে গত ১৯ তারিখ এলাকারই বাসিন্দা নিশিকান্ত জানা নামে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ।এই মৃত্যুর পর থেকেই ক্ষোভ বাড়তে থাকে স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুনঃ চোলাই নষ্ট করতে ফের আবগারি দফতরের অভিযান
প্রশাসনকে জানিয়েও কোন কাজ না হওয়ায় এই বেআইনী মদ বিক্রি রুখতে ক্ষুব্ধ হয়ে নিজেরাই আজকে চড়াও হয়ে সমস্ত মদ নষ্ট করে দেয় বলে জানা যায়।ঘটনাস্থলে চন্ডীপুর থানার পৌঁছালে অভিযুক্ত গদাই গিরি সপরিবারে গা ঢাকা দিয়েছে বলেই সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584