থানার সামনে লরি দাঁড় করিয়ে হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ চালকদের

0
46

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

চোপড়া থানার সামনে ফুটবল ময়দানে বালিবোঝাই ট্রাক সারি সারি ভাবে দাঁড় করিয়ে রাখল।

agitation in front of police station at Chopra | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

চোপড়া থানার সামনে ফুটবল ময়দানে ট্রাক ড্রাইভার তাদের বক্তব্য যে, তারা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে পুলিশ দাঁড়া তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সঙ্গে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সুব্রত সাহা ট্রাক ড্রাইভার।

agitation in front of police station at Chopra | newsfront.co
সুব্রত সাহা, চালক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আবর্জনাময় পিকনিক স্পট, হুঁশ নেই দিঘা উন্নয়ন পর্ষদের

তার অভিযোগ কখনো ট্র্যাক নিয়ে ঢুকিয়ে দিচ্ছে থানায় রয়েলটি থাকলেও পুলিশ মানছে না বলে তারা অভিযোগ করেন তাই আজ তারা চোপড়া থানার সামনে ফুটবল ময়দানে সারি সারি করে ট্রাক দাঁড় করিয়ে রেখে দেয় তারা জানায় এরপর থেকে তারা আন্ডার লোড বালি নিয়ে চলবে এবং পুলিশি জুলুম বা হয়রানি মানবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here