নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল এলাকাবাসী, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
ঘটনা গত দুই দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়, এরপর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলে ডেবরা সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই ডেঙ্গু আক্রান্ত রোগীর।
আরও পড়ুনঃ স্ত্রীকে হত্যা করার পাঁচ মাস পর গ্রেফতার স্বামী
এরপরে রোগীর স্বজনদের অভিযোগ চিকিৎসার গাফিলতি জেরেই মৃত্যুর কারণ, এরপর সোমবার ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবার পরিজন ও এলাকাবাসীরা মিলে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ সুপার স্পেশালিটি হাসপাতাল হলেও ভালো কোন ডাক্তার নেই যার ফলে এই বিপত্তি, যদিও সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584