শ্যামল রায় কাটোয়া
শুক্রবার সকালে এক কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাটোয়া নতুন হার্ট রোডের ডাকবাংলো মোড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত কিশোরের নাম ইজল শেখ (১৭),সে কাটোয়া থানার শ্রীখন্ড গ্রামে দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে যে,নৃশংসভাবে কুপিয়ে খুন করে ডাকবাংলো রাস্তার পাশে দুষ্কৃতীরা ফেলে রেখে পালিয়েছে বলে খবর। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা মৃতদেহ নিতে বাধা দেয়। এলাকার বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে।
জানা গিয়েছে যে,মৃতের পরিবারের তরফ থেকে কাটোয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন অথচ অভিযুক্তকে পুলিশ ধরছে না তাই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করেন উত্তেজিত জনতা।
তবে মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে পেশায় লটারি বিক্রেতা ইজল শেখ এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিতি কিন্তু কি কারণে খুন হলো পুলিশ খতিয়ে দেখুন।তবে মঙ্গলকোটের বৈঁচি গ্রামের এক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযোগ দায়ের হলেও পুলিশের তরফ থেকে অভিযুক্তের নাম জানা যায়নি।
কিশোর খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।আসন্ন লোকসভা নির্বাচনের মুখে এই ধরনের খুনের ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।যার নামে অভিযোগ দায়ের হয়েছে তিনি থাকেন মঙ্গলকোট ব্লক এর বৈশি গ্রামে আবার যিনি খুন হয়েছেন ওই কিশোরের বাড়ি কাটোয়া থানার অন্তর্গত কাটোয়া শহর সংলগ্ন শ্রীখন্ড গ্রামে।তাই পুলিশ ও কিশোর খুনের ঘটনায় ধোঁয়াশার মধ্যে।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কিশোর খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট এবং অনুসন্ধান শেষে বলা যাবে প্রকৃত কি কারণে খুন হয়েছে ইজল শেখ।
আরও পড়ুনঃ চোপড়ায় ভোট পরবর্তী সন্ত্রাসে আহত কিশোর পড়ুয়া
তবে কয়েক ঘণ্টা অবরোধ শেষে পুলিশের মধ্যস্থতায় অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।এলাকা থমথমে থাকলেও পুলিশ টহল চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584