কুল্পিতে তৃণমূলের বিশাল জনসভার আয়োজন

0
58

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

tmc public meeting at kulpi 4
সভা মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। নিজস্ব চিত্র

ব্রিগেড সমাবেশ ঘিরে জন সভার আয়োজন করল কুল্পি ব্লকের যুব তৃনমূল।কুল্পি ব্লকের ঢোলাহাট মাঠে প্রকাশ্য জনসভার আয়জন করা হয়।মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা তৃনমূল সভাপতি শুভাশীষ চক্রবর্তী।

tmc public meeting at kulpi 2
শুভাশীষ চক্রবর্তী। নিজস্ব চিত্র

কুল্পি যুব তৃনমূল ব্লক সভাপতি তারকনাথ প্রামানিকের নেতৃত্বে হয় এই জনসভা।

tmc public meeting at kulpi
তারকনাথ প্রামানিক। নিজস্ব চিত্র

এদিন প্রকাশ্য জনসভাতে বিজেপি থেকে আসা এক হাজার বিক্ষুব্ধ সর্মথক তৃনমূলে যোগদেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী সহ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।

tmc public meeting at kulpi 3
মন্টুরাম পাখিরা। নিজস্ব চিত্র

এদিন প্রকাশ্য জনসভায় জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী বলেন ব্রিগেড সমাবেশে লোক না জমাতে পারলে বিরোধীরা ভ্রুকুটি দেখাবে।এই জেলায় কোন কোন্দল চলবেনা।একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে।কেউ কারোর দোষ ধরা চলবে না।যে যায় করে করুক একসাথে কাজ করতে হবে।ব্রিগেডে লোক জোগার করে নিয়ে যেতে হবে।নাম না করে বিজেপি দলকে কটাক্ষ করেন জেলা সভাপতি। তিনি আরও বলেন সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াতে মুখর বিজেপি।

tmc public meeting at kulpi 5
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের আগে কোন ভাবে বাংলায় বিজেপির প্রভাব না পরে সেদিকে নজর দিতে বলেছেন কর্মী সর্মথকদের।সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা জনসভাতে আসা প্রায় দশ হাজার সর্মথকদের উদ্দেশ্যে বলেন সবে গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে।এখনো স্নান সারছেন বহু তীর্থযাত্রী।সেদিকে যেমন দায়িত্ত পালন হয়েছে ,তেমনি ব্রিগেড সমাবেশে লোক নিয়ে যেতে হবে সেটাও গুরু দায়িত্ত।লোকসভা নির্বাচনের আগে প্রথম ঢোলা এলাকায় প্রকাশ্য জনসভা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবসভাপতি সৌকত মোল্লা,কুল্পি,মন্দিরবাজার বিধানসভার বিধায়ক,কুল্পি ব্লকের যুব সভাপতি তারকনাথ প্রামানিক।

আরও পড়ুনঃ বিজেপি পদ থেকে সরে দাঁড়ালেন ব্লক যুব সভাপতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here