নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুর ব্লকের ‘গাছের ডাক্তারবাবু’ নামে পরিচিত লালমোহন দে মহাশয়ের উদ্যোগে করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় আজ আনন্দপুরের লক্ষ্মীশোভা লজে কৃষি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের মার্কেটিং রিজিওনাল ম্যানেজার গোপাল কৃষ্ণ ভৌমিক মহাশয় সহ কৃষি রিসার্চ টিম, হরিয়ানার কৃষি বিশেষজ্ঞ ও এলাকার বিশিষ্টরা।
অল্প খরচে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে কিভাবে বেশি ফলন পাওয়া যায় সেই বিষয়ে উপস্থিত তিন শতাধিক কৃষকদেরকে করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের কৃষি বিশেষজ্ঞগণ পরামর্শ দেন।
কেশপুর ব্লকের ‘গাছের ডাক্তারবাবু’ লালমোহন দে বলেন, ” আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। কৃষকরা দেশের সম্পদ। কিন্তু তাঁরাই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। যাতে করে উন্নত পদ্ধতিতে চাষ করে বেশি লভ্যাংশ পান সেদিকে সচেষ্ট হতে হবে। লালমোহন দে মহাশয়ের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584