কত্থকে অহনার সোনা জয়,রবীন্দ্র নৃত্যে সঙ্গীতার ব্রোঞ্জ

0
197

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

Ahuna and Sangita win gold and silver
অহনা চক্রবর্তী।নিজস্ব চিত্র

সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত মেধা অনুসন্ধান পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের দুই সোনার মেয়ে অহনা ও সঙ্গীতার বড়সড় সাফল্য পাওয়ায় সংস্কৃতির শহর কালিয়াগঞ্জের মান উজ্বল করলো।

Ahuna and Sangita win gold and silver
সঙ্গীতা মোদক।নিজস্ব চিত্র

জানা যায় সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত মেধা অনুসন্ধান প্ৰতিযোগীতায় অহনা চক্রবর্তী কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক এবং রবীন্দ্র নৃত্যে সঙ্গীতা মোদক তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক লাভ করে।

আরও পড়ুনঃ রবীন্দ্র সংগীত ভরতনাট্যম নৃত্যের কর্মশালা কোচবিহারে

অহনা চক্রবর্তী ও সঙ্গীতা মোদক দুজনেই উত্তরবঙ্গের প্ৰর্তিষ্ঠিত নৃত্য শিক্ষিকা বাণী চক্রবর্তী দুই প্রিয় ছাত্রীর সাফল্যে গর্বিত বলে জানালেন।অহনা চক্রবর্তী বর্তমানে কালিয়াগঞ্জে বাণী চক্রবর্তীর কাছে নৃত্যের তালিম নেবার পাশাপাশি স্বনামধন্য নৃত্য শিল্পী অমিতা দত্তের কাছেও নিয়মিত তালিম নিচ্ছে বলে অহনা জানায়।অহনা ও সঙ্গীতা উভয়েই জানায় ভবিষ্যৎ জীবনে তারা দুজনেই নৃত্য শিল্পী রূপে প্রতিষ্ঠিত হতে চায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here