নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
১৯ বছরের দলিত তরুণীকে চারজন উচ্চবর্ণের নর পশুর দ্বারা ধর্ষিত হতে হয়েছিল বেটি বাঁচাও এর স্লোগানধারী বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথ্রাস এলাকায়। ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায় ১৯ বছরের মেয়েটি।
সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে নিজের পরিচিত যায়গাতে মা ও ভাইয়ের সাথে ঘাস কাটতে যায় মেয়েটি। ঘাস কাটতে গিয়ে মা – ভাইয়ের থেকে দূরে চলে যায় সে। তখনই অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে চার যুবক। পাশের একটি ক্ষেতে নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। প্রবল মারধরে কেটে যায় ওই তরুণীর জিভ, ভেঙে যায় শিরদাঁড়া। বহু পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পায় তার মা। নির্যাতিতার বিবৃতিতে অভিযোগ নেয় পুলিশ। দুই সপ্তাহের শেষে মৃত্যু হয় নির্যাতিতার।
এ যেন দ্বিতীয়বার নির্ভয়ার ঘটনা মনে করিয়ে দিল। এই ঘটনার প্রতিবাদে বুধবার অল ইন্ডিয়া ডিএসও, ডিওয়াইও এবং মহিলা সাংস্কৃতিক সংগঠন এর ডাকে সারা ভারত কালা দিবসের ডাক দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে অর্থাৎ খড়্গপুর,বেলদা, নারায়ণগড়, পিংলা, সবং সহ বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ জানানো হয়। মেদিনীপুর শহরেও এই কর্মসূচি পালিত হয়, বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল হয়ে গান্ধী মূর্তি হয়ে জেলাশাসক দফতরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে।
আরও পড়ুনঃ চাকরির দাবিতে স্মারকলিপি অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্র সংগঠনের সহ সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাঁটা। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন ডিএসও -র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মনিশংকর পট্টনায়ক। বক্তব্য রাখেন সর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠনের মেদিনীপুর শহর কমিটির সম্পাদিকা কাকলি মান্না। তিনি বলেন-এই ঘটনা উত্তরপ্রদেশে প্রথম নয় এর আগেও অনেক মেয়েকে নির্যাতিত হতে হয়েছে যোগী রাজ্যে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরের জলমগ্ন এলাকায় দেখা নেই প্রশাসনের, বাড়ছে ক্ষোভ
ফলে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং ছাত্র সংগঠনের জেলা সহ সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাঁটা বলেন-যোগী সরকার আজ বেটি বাঁচাও -এর নাম করতে করতে মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
এর বিরুদ্ধে সকল ছাত্র সমাজকে গণ আন্দোলনে শামিল হওয়ার তিনি ডাক দিয়েছেন। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য তনুশ্রী বেজ, সুজিত জানা, তাপস জানা সহ দলীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584