জাতীয় শিক্ষানীতির বাতিলের দাবিতে প্রতিবাদ মেদিনীপুরে

0
100

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গত ২৯ জুলাই”জাতীয় শিক্ষানীতি ২০২০”আইন পাস করল কেন্দ্রের বি জে পি সরকার।আপাতত ভাবে দেশের প্রায় সমস্ত রাজ্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই আইন মেনে নিলেও ছাত্র সংগঠন এআই ডিএসও (AIDSO) এর তীব্র বিরোধিতা করে আন্দোলনের পথে নেমেছে।

dso | newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের সর্বভারতীয় কমিটির ডাকে ২-৮ ই আগষ্ট পর্যন্ত সারা ভারত জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করোনার প্যন্ডেমিক পরিস্থিতির কারণে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে ও উপযুক্ত সুরক্ষা নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

rally | newsfront.co
প্রতিবাদ মিছিল ৷ নিজস্ব চিত্র

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর, খড়গপুর,বেলদা সহ জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি। রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে একটি সুসজ্জিত প্রতিবাদ মিছিল শুরু হয় এবং ডিএম গেটের সামনে এসে সংক্ষিপ্ত সময়ের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ পথ অবরোধ সাগরদিঘির বিষ্ণুপুরের বাসিন্দাদের

সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি বলেন “আমরা মনে করি জাতীয় শিক্ষানীতি ২০২০ আইন পাসের মধ্যদিয়ে সরকার আসলে শিক্ষা কে সম্পূর্ণ বেসরকারী করণ,গৈরিকীকরণ করতে চাইছে।

এই শিক্ষা নীতি প্রণয়নের মাধ্যমে সরকার ‘ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, অবৈতনিক, বিজ্ঞান ভিত্তিক সার্বজনীন শিক্ষার ধারণা কে সম্পূর্ণ ভাবে অস্বীকার করতে চাইছে। ছাত্র স্বার্থ বিরোধী এই নীতির প্রতিবাদে ও বাতিলের দাবিতে আমরা দেশজুড়ে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তুলবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here