নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রাকৃতিক দুর্যোগ বুলবুলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য পরিবার নিঃস্ব। এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাণ সংগ্রহ করছে ছাত্র সংগঠন এআইডিএসও (AIDSO)। প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু, শিক্ষা ক্ষেত্রে সার্বিক বেসরকারি করন বন্ধ, সিবিসিএস ও সেমিস্টার প্রথা বাতিল, শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণ বন্ধ, জাতীয় শিক্ষা নীতি ২০১৯ বাতিল সহ শিক্ষার বিভিন্ন দাবিতে ছাত্র আন্দোলনকে শক্তিশালী করতে আগামী ২৬-২৯ নভেম্বর হায়দ্রাবাদে সংগঠনের ৯ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের এমন কর্মসূচি থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের সদস্যরা হাটে বাজারে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাণ সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়েছেন। জেলার মেদিনীপুর,সবং,বেলদা, খড়্গপুর সহ বিভিন্ন এলাকার স্কুল কলেজে ত্রাণ সংগ্রহ হচ্ছে।

সংগঠনের জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন ” দেশ বিদেশের নবজাগরণ ও বিপ্লবীদের জীবন সংগ্রাম থেকে শিক্ষার ভিত্তিতে আমরা মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যদিয়েই মানুষ মনুষ্যত্ব অর্জন করে ও সমাজ বিপ্লবের ধারায় নিজেকে নিয়োজিত করার রসদ পায়। তাছাড়া আমরা মনে করি সরকার চাইলে বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগের বিপদ থেকে মানুষকে রেহাই দিতে পারতো”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584