কৌশিকী অমাবস্যায় ভীড় সামাল দিতে জোরদার নিরাপত্তা তারাপীঠে

0
232

পিয়ালী দাস, বীরভূমঃ

সেপ্টম্বর মাসের আট তারিখ অর্থাৎ শনিবার কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে।থাকছে পরেরদিন দুপুর পর্যন্ত। শনি ও রবিবারের ছুটি থাকায় এবার তারাপীঠে অন্যবারের থেকে বেশি ভিড় হওয়ার আশঙ্কা করছে মন্দির কর্তৃপক্ষ। তাই আগাম বাড়তি সতর্কতা নেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।মন্দির চত্বরে বসানো হচ্ছে আরও সিসিটিভি লাগানো হচ্ছে মেটাল ডিটেক্টর। ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরাও।নিরাপত্তার জন্য থাকছে বিশাল পুলিশ।প্রতিবছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় প্রচুর ভক্তের ভিড় হয় বীরভূমের সিদ্ধপীঠ  তারাপীঠে।এই অমাবস্যায় পুজো দেওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে।যৌথভাবে লাখ লাখ মানুষের ভিড় সামাল দিতে হয় মন্দির কমিটি,পুলিশ ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্যদকে। অন্যবারের মতো এবারও তাদের তরফে ভক্তদের নিরাপত্তা সহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।তাই এক সপ্তাহ আগে থেকেই জোরকদমে কাজ চলছে।মন্দির চত্বরের পাশাপাশি এলাকার হোটেলগুলিতেও নজর রাখছে পুলিশ।মন্দির সংলগ্ন এলাকা ও শ্মশান প্রভৃতি জায়গায় মোতায়েন থাকবে প্রচুর পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার।

নিজস্ব চিত্র

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় ও সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, “এবার বেশি ভিড় হবে ভক্তদের।কারণ শনি ও রবিবার অমাবস্যা পড়ে যাওয়ায় অফিসগুলি ছুটি।তাই আমাদের তরফে সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছি।”তারাময় মুখোপাধ্যায় জনান,এবার কৌশিকী অমাবস্যায় পাঁচ লক্ষ ভক্তের সমাগম হবার সম্ভবনা আছে।বীরভূমের পুলিশ সুপার কুনাল আগ্রওয়াল বলেন,যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পুজো দিতে আসবে তাই নিরাপত্তায় কোন খামতি রাখা হয়নি।

আরও পড়ুনঃ মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here