নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস! একেই করোনার প্রকোপে বেসামাল গোটা দেশ তার ওপর বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এর সবথেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্র এবং রাজস্থানে। ইতিমধ্যেই বহু মানুষ ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মারাও গিয়েছেন সেই রাজ্যে।
করোনার মতো ব্ল্যাক ফাঙ্গাসও কি দেশে মহামারির আকার ধারণ করতে চলেছে? উঠে আসছে এই প্রশ্ন। এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল এইমস।কিভাবে চিনবেন এই মারণ ভাইরাসকে? এই ভাইরাসের প্রধান লক্ষণ নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে চাপা রক্তের মত বা কালো পুঁজ বের হওয়া, রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, দাঁতে ব্যাথা ও দাঁত আলগা হয়ে যাওয়া, এছাড়া আক্রান্ত রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, অনেক সময় দুটো জিনিস দেখতে শুরু করে।
আরও পড়ুনঃ জরুরী ভিত্তিতে টিচিং, নন টিচিং স্টাফদের ভ্যাকসিন প্রদান
এইমসের জারি নির্দেশিকায় বলা হয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসারের চিকিৎসা চলছে, যারা ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন, তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এছাড়া যেসব ব্যক্তিকে অধিক মাত্রায় স্টেরয়েড নিতে হয়, তাদেরও সাবধান করা হয়েছে এইমসের এই নির্দেশিকায়।
পাশাপাশি যারা বেশি মাত্রায় করোনা সংক্রমিত হয়েছেন তাদেরও সতর্ক করা হয়েছে।নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হলে নিজে চিকিৎসা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584