উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বাংলায় এআইএমআইএমের যুব দলের সভাপতি-সহ গোটা কমিটি বৃহস্পতিবার তৃণমূলে যোগদান করল। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বলেন,”ভোট ভাগাভাগি ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করলেন মিমের যুব নেতারা।“
বৃহস্পতিবার রাজ্যে বড়সড় ভাঙন মিমের সংগঠনে। দিন কয়েক আগে একাধিক মিমের প্রভাবশালী নেতা নাম লিখিয়েছিলেন ঘাসফুল শিবিরে। এ দিন দলবদলে তৃণমূলে যোগ দিলেন মিমের যুব দলের রাজ্য সভাপতি সফিউল্লাহ খান। তাঁর দাবি, রাজ্যের ২৩ জেলায় মিমের ১০ লক্ষ সদস্য রয়েছেন। সব জেলার সভাপতিই তৃণমূলে যোগ দিলেন।
ফিরহাদ হাকিম আরও বলেন, “মমতার হাত শক্ত করতে ভোট ভাগাভাগি ঠেকাতে তাঁরা তৃণমূলে এলেন।“ আসন্ন বিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আসাউদ্দিন ওয়াইসির দল।
আরও পড়ুনঃ সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যে, বৈঠকের পর টুইট রাজ্যপালের
সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাংলাভাষী মুসলিমদের টার্গেট করেছে মিম। মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় আসাউদ্দিনের দলের সংগঠন বাড়ছে।
আরও পড়ুনঃ ১২১২টি নতুন কারখানা চালু হয়েছে, রিপোর্ট কার্ডে জানাল তৃণমূল
অতিসম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মিমে মুখপাত্র অসীম ওয়াকার জানিয়েছেন,”বিহারের পর আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। বিধানসভা ভোটে প্রার্থী দেব। ৩ বছর ধরে ওই রাজ্যে সংগঠনের জন্য পরিশ্রম করছি। ভোটে লড়ার জন্য সংগঠন তৈরি। বাংলায় আমাদের নেতাদের নাম ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584