জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু রাজনৈতিক তরজা

0
45

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

আটশতক খাস জায়গা সরকারি ভাবে অনুমোদিত। রয়েছে পাট্টা রেকর্ড। রয়েছে খাজনার রশিদ। কিন্তু দখল করতে গেলে গালিগালাজ-মারধরের শিকার হতে হচ্ছে দেবনাথ পরিবারকে। অভিযোগের তির প্রতিবেশী দাস পরিবারের বিরুদ্ধে। নেপথ্য রয়েছে অঞ্চল তৃণমূল কংগ্রেস।

political conflict | newsfront.co
পুকুরের অংশ নিয়ে বিবাদ দুই পরিবারের। নিজস্ব চিত্র

ঘটনাটি কাকদ্বীপ থানার নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর উত্তর ললিত নগরের। তৃণমূল কংগ্রেসের তরফে চাপ সৃষ্টি করায় হতবাক হয়ে পড়েছে দেবনাথ পরিবার। বাধ্য হয়ে আইনের দারস্থ হন তাঁরা।

political conflict | newsfront.co
বাবলু প্রধান। নিজস্ব চিত্র

অভিযোগ, অর্জুন দেবনাথের ঠাকুরদা রাখাল দেবনাথ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন আটশতক খাস জায়গার উপর। অবশেষে সুরেন্দ্রনাথ দেবনাথ পাট্টা পান সরকারি অনুমোদনে।

arjun debnath | newsfront.co
অর্জুন দেবনাথ। নিজস্ব চিত্র

নিম্ন জাতি হওয়ায় আটশতক জায়গা পান সুরেন্দ্রনাথরা। সেই সূত্রে সুরেন্দ্রনাথের নামে রেকর্ড খাজনা হয়। কিন্তু বাগ হয়ে দাঁড়ায় আটশতক জায়গার মধ্য কিছু অংশপুকুর ঘিরে। পুকুরের বেশ কিছু অংশ প্রতিবেশী দাস পরিবারের বলে দাবি করেছেন তাঁরা। কিন্তু রেকর্ডে পুকুর রয়েছে দেবনাথ বাবুর নামে। সেখানে দখল করতে গেলে বাঁধে বচসা।

আরও পড়ুনঃ ঘোষপুকুরে উদ্ধার পঞ্চাশ লক্ষ টাকার বর্মাটিক কাঠ, গ্রেফতার দুই পাচারকারী

madhuri debnath | newsfront.co
মাধুরী দেবনাথ। নিজস্ব চিত্র
panchayat member | newsfront.co
স্থানীয় পঞ্চায়েত সদস্যা। নিজস্ব চিত্র

এমনকী মারধর করা হয় গৃহবধূ মাধুরীকে। অভিযুক্ত দাস পরিবারের সদস্য নির্মল দাস, লক্ষ্মী দাস ও বাপন দাস বেধরক মারধর করে মাধুরীকে। বিষয়টি নিয়ে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাজনৈতিক তরজা শুরু হয়েছে পুকুর দখল ঘিরে। বিজেপির দাবি, টাকার বিনিময়, সঙ্গে ভোট ব্যাঙ্কিং বেশি থাকার কারণে তৃণমূল কংগ্রেস বেআইনি ভাবে এই কাজ করছে। এর বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলনের সরব হবেন দেবনাথ পরিবার।

বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস বুধাখালি অঞ্চল সভাপতি বাবলু প্রধান। দুই পক্ষকে সমাধানের আশ্বস্ত করেছেন তিনি। অন্যদিকে বিষয়টি সমাধানের আর্জি রেখেছেন গ্রামসভার সদস্যা কাজল গাওনিয়া। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা না করে সমাধান করার দাবি রেখেছেন মানবধিকার সংগঠনের জেলা সম্পাদক সেক জামাল।

প্রশাসনের কাছে গিয়েও কেন সমাধান মিলছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।এক চিলতে মেঠো দেওয়াল আর টালির ঘরে এক ছেলে ও স্ত্রী মাধুরী দেবনাথকে নিয়ে বাস অজুর্ন দেবনাথের। পেশায় ভ্যানচালক অর্জুন বাবু রাজনৈতিক দলের চাপ সামলাতে না পেরে নুইয়ে পড়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here