হাস্যরসের ছবিতে ফিরছেন অজয়

0
189

পিয়া গুপ্তা, বিনোদন ডেস্কঃ

মধুর ভান্ডারকরের দিল তো বাচ্চা হ্যায় জি-র পর ফের একবার রোম্যান্টিক কমেডি ছবিতে ফিরলেন অজয়।১৭ মে মুক্তি পাবে অজয় দেবগণের রোম্যান্টিক কমেডি সিনেমা “দে দে প্যায়ার দে”
এই সিনেমার প্রযোজক ভূষণ কুমার।

Ajay back in comedy movie
ছবিঃ প্রতিবেদক

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত আকিভ আলি।আসন্ন এই ছবির একটি পোস্টার ট্যুইটারে
শেয়ার করেছেন অজয়।নতুন ছবির পোস্টারে তাঁকে দেখা গেল দুটি গাড়ির উপর পা রেখে স্টান্ট করতে।

আরও পড়ুনঃ গুপ্তচরের ভূমিকায় জন আব্রাহাম

ছবিতে অজয় দেবগণের বিপরীতে দেখা যাবে তাবু ও রাকুলপ্রীত সিংকে।পোস্টারে দুটি গাড়ির উপরে এই দুই নায়িকাও বসে রয়েছেন।
ট্যুইটারে পোস্টার শেয়ার করে অজয় লিখেছেন, ‘বাড়িতে এটি ট্রাই করবেন না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here