বিতর্কিত বক্তব্যের পরও ব্যাকফুটে যেতে নারাজ অজিত মাইতি

0
196

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Ajit adhikari denied to going backfoot
ফাইল চিত্র

গত বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর ভোট প্রচারে এসে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়ে দেওয়া হবে,এই বক্তব্যের জেরে বিতর্কের ঝড় উঠেছিল গোটা রাজনৈতিক মহলে।

Ajit adhikari denied to going backfoot
দেবের নির্বাচনী প্রচারে অজিত মাইতি। ফাইল চিত্র

ইতিমধ্যেই সেই বিতর্কের ফলে নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হয় তাকে,এর পরেও ফের আবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা সরেনের ভোট প্রচারে এসে নিজের বিতর্কিত কথায় ঢোক গিললেন জেলা সভাপতি অজিত মাইতি।

Ajit adhikari denied to going backfoot
আজকে সাংবাদিকদের মুখোমুখি অজিত মাইতি। নিজস্ব চিত্র

এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের শোকজের ব্যাপারে বলেন,’আমি এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনও চিঠি পায়নি,যদি এই বিষয়ে আমার কাছে কোনও চিঠি আসে তার যোগ্য জবাব দেব’ এমনই বক্তব্য দেন জেলা সভাপতি অজিত মাইতি।অন্য দিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা সরেন বলেন,জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে তৃণমূলের জয় নিশ্চিত এ দিন পরিষ্কার করে দেন ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী বীরবাহা সরেন,ইতিমধ্যেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তথা জঙ্গলমহলে গত পঞ্চায়েত ভোটে ভাল ফল করতে পারেনি,সেখানে বিজেপি পদ্ম ফুটিয়েছিল বিভিন্ন এলাকায়,সে ব্যাপারেও প্রশ্ন করলে তার উত্তর আসে জঙ্গলমহলে তৃণমূলের দখলেই ছিল অর্থাৎ তৃণমূলের দখলেই থাকবে,শুধু তাই নয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বীরবাহা সরেনের নাম ঘোষণার পরেই তাঁর স্বামীকে আদিবাসী সংগঠন থেকে বাদ দেওয়া হয়,কিন্তু সেই ব্যাপার অস্বীকার করেন প্রার্থী বীরবাহা সরেন।

আরও পড়ুনঃ কর্মীসভায় কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়ে দেওয়ার নিদান তৃণমূল জেলা সভাপতির

এ দিন এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ ব্লকের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here