নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী কৃষি আইনের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।
ওই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক দিনেন রায়, শ্রীকান্ত মাহাতো, পরেশ মুর্মু ও তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে।
প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ ওই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন। প্রতিবাদ সভায় বিজেপি দল ছেড়ে ২০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ওই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি বলেন কৃষক বিরোধী কৃষি বিল বাংলায় কোন দিন চালু হবে না। কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবীতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে।
তিনি তার ভাষণে বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন। তিনি বলেন যে ভাষায় বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ও কৈলাস বিজয়বর্গীয় কথা বলেছেন সেই ভাষায় কথা বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি কি দেশের ভগবান।
যদি উনার ক্ষমতা থাকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখুক। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়েছে। বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করেছেন।
বাংলার মানুষ যদি মনে করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, না হলে থাকবেন না। কিন্তু অমিত সাহু বলারকে। অজিতবাবু হুমকির সুরে বলেন যদি ক্ষমতা থাকে অমিত শাহ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে বাংলা জুড়ে আগুন জ্বলবে, যে আগুন নেভানোর ক্ষমতা অমিত শাহর থাকবে না।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে দুর্গাপুজো নিয়ে সোমবার জরুরি বৈঠক মুখ্যসচিবের
রাষ্ট্রপতি শাসন জারির নাম করে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে হুমকি দিচ্ছে কেন্দ্র সরকার। তা বাংলার মানুষ কোনদিনই মেনে নেবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকারকে ভেঙ্গে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।
আর বিজেপি নেতাদের মতো আচরণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই তিনি বলেন ক্ষমতা থাকলে বাংলার সরকারকে ফেলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক। তাহলে ভাববো তাদের বুকের পাটা আছে। না হলে এভাবে বিভিন্ন টিভি চ্যানেলে বিবৃতি দিয়ে কোন কথার মূল্য থাকে না।
আরও পড়ুনঃ উলঙ্গ অবস্থায় জানলা দিয়ে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে
তিনি আরও বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার একটি আসনেও বিজেপি জয় লাভ করতে পারবে না ।কারণ মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কেন্দ্র সরকার সবসময় বঞ্চনা করে চলেছে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি দিচ্ছে ওদের ক্ষমতা থাকে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক।
বাংলায় একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার রয়েছে সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য দিনরাত হুমকি দেওয়া হচ্ছে কখনও বাবুল, কখনো কখনও মুকুল রায় আবার কখনও অমিত শাহ বাংলার মানুষ ওদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন তাই কেশিয়াড়ির সমাবেশে ও প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ শামিল হয়েছেন। সেই সঙ্গে প্রতিদিন বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।
আরও পড়ুনঃ সারাভারত কৃষক সভার ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল তুফানগঞ্জে
একবার রাষ্ট্রপতি শাসন জারি করে দেখুক কত ধানে কত চাল তখন বুঝতে পারবে বিজেপির কেন্দ্র-রাজ্য নেতারাবলে সাংসদ মানস ভুঁইয়া বলেন। তাই তিনি দলীয় কর্মীদের বলেন আপনারা সতর্কতা সাবধানে থাকবেন এবং গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন এবং সর্বনাশা কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলার মাটি থেকে উৎখাত করে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584