নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
এনসিপির বিতর্কিত নেতা অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন। গত মাসে উদ্ধব ঠাকরের সরকার গঠনের আগে বিজেপির উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। দলে ফিরে এসে এবার এনসিপির হয়েও উপমুখ্যমন্ত্রিত্ব পাচ্ছেন অজিত। সূত্রের খবর, সম্ভবত ৩০ ডিসেম্বর শপথ গ্রহন করবেন তিনি।
অজিত পাওয়ার যে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তা কমবেশি প্রত্যাশিতই ছিল। অবশেষে গত সন্ধ্যায় এ ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত হয় শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের বৈঠকে।
আরও পড়ুনঃ এনপিআর-এর প্রাথমিক খসড়া তালিকা তৈরির আনুমানিক খরচ ৮,৫০০ কোটি
এর আগে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পাওয়ার। কিন্তু সেই সরকার স্থায়ী না হওয়ায় পদত্যাগ করেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার। পরে নতুন মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। ২৮ নভেম্বর উদ্ভবের শপথ গ্রহণ না করার সিদ্ধান্তকে শরদ পাওয়ার বাহবা দিয়েছিলেন।
প্রসঙ্গত, অজিত পাওয়ার ২০১৪ সালে অল্প সময়ের জন্য এনসিপি-কংগ্রেস জোট ক্ষমতায় থাকাকালীনও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584