আকাশ আট-এর শ্রীগুরবে নমঃ সিরিজে আসছে নতুন ধারাবাহিক ‘শ্রী শ্রী রামঠাকুর’

0
855

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

জগৎ জননী মা সারদা, শ্রী শ্রী আনন্দময়ী মা-এর পর এবার আকাশ আট চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘শ্রী শ্রী রামঠাকুর’।

akash 8 upcoming tele serial shree shree ram thakur | newsfront.co
কলাকুশলী। ছবিঃ প্রতিবেদক

এই প্রথম রামঠাকুর-এর জীবনী অবলম্বনে ধারাবাহিক নিয়ে আসছে ব্রড কাস্ট চ্যানেল আকাশ আট। এর আগে কোনো চ্যানেলে রামঠাকুর-এর জীবনী নিয়ে কোনো ধারাবাহিক হতে দেখা যায়নি। এই ধারাবাহিকটিতে ছোট রামঠাকুর-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিশুশিল্পী সার্থক মল্লিক-কে।

shree shree ram thakur | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এখানে রামঠাকুর-এর বাবার চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ দেব রায় ও রামঠাকুর-এর মায়ের চরিত্রে অভিনয় করছেন ঈশিতা চ্যাটার্জী। আর মাত্র ১দিনের অপেক্ষা।

আরও পড়ুনঃ করিনার মুখোমুখি তাপসী পান্নু

৩রা ফেব্রুয়ারী থেকে সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে ৬টায় আকাশ আট-এর শ্রীগুরবে নমঃ-সিরিজে দেখা যাবে নতুন মেগা ধারাবাহিক ‘শ্রী শ্রী রামঠাকুর’। দেবীদাস ভট্টাচার্য-এর পরিচালনায় আকাশ আট-এর শ্রী গুরুভেহ নমঃ সিরিজে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।

এই ধরণের আধ্যাত্মিক ধারাবাহিকে অভিনয় করতে পেরে খুশি ঈশিতা ও অভিজিৎ। ঈশিতা বলেন, বর্তমান পরিস্থিতিতে এই ধারাবাহিকটির খুব দরকার ছিল।

আরও পড়ুনঃ এক সাধারণ মেয়ের ব্যতিক্রমী গল্প নিয়ে আসছে ‘ফিরকি’

মহাপুরুষরা বলেছিলেন সব ধর্ম এক। সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরী। যে বার্তা এই ধারাবাহিকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে। এই ধরাবাহিকে অভিনয় করতে গিয়ে রামঠাকুর-এর জীবনী সম্পর্কে অজানা তথ্য জানতে পেরেও খুশি ঈশিতা।

ধারাবাহিকটির সম্পর্কে পরিচালক দেবীদাস ভট্টাচার্য বলেন, এই ধারাবাহিকে শ্রী শ্রী রামঠাকুর-এর বিভিন্ন লীলা দেখানোর চেষ্টা করছেন তিনি। এখানে একেবারে রামঠাকুর-এর জন্ম থেকে তার পরবর্তী জীবনের ইতিবৃত্তান্ত দেখানো হবে।

আরও পড়ুনঃ কোয়েলের নতুন ইনিংস আসন্ন

অভিনেতা অভিজিৎ দেব রায় বলেন, এখনকার দিনে বিভিন্ন চ্যানেলে যেসমস্ত মেগা সিরিয়ালগুলি হয় এই ধারাবাহিকটি সেগুলির থেকে সম্পূর্ণ একটি অন্যরকমের ধারাবাহিক। যারা রামঠাকুর-এর সম্পর্কে বিশেষ কিছু জানতেন না।

সেইসমস্ত দর্শকরা এই ধারাবাহিকটি থেকে রামঠাকুর-এর সম্পর্কে সেইসব অজানা তথ্যগুলি জানতে পারবেন। ‘শ্রী শ্রী রামঠাকুর’ ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন অম্বর রায়।

এই ধারাবাহিকটির মাধ্যমে রামঠাকুর-এর লীলার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা আকাশ আট-এর। এর জন্য আকাশ আট চ্যানেলের বর্তমান পরিচালক এষিতা সুরানা-কে ধন্যবাদ জানিয়েছেন ‘শ্রী শ্রী রামঠাকুর’ ধারাবাহিকের গোটা টিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here