নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কোভিড ১৯ এর মতো একটি অতিমারি সময়ে ‘লা পেলিকিউলা মোশন পিকচার্স’ এবং প্রযোজক অয়নজিৎ সেনের যৌথ উদ্যোগে আসতে চলেছে একটি ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’।
বিবিসি পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত ওয়ার্ল্ড পারকাশনিস্ট অভিষেক বসু এই গল্পটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার কাজটি করেছেন।
সহ পরিচালনায় ছিলেন তেজাস গান্ধী।কবি আলো বসুর লেখা দাম্পত্যের টানাপোড়েনের এই গল্পটিতে অর্জুন আর পাখির মাঝখানে রাগিনী বেজেছে বেসুরে। অর্জুনের মারণ রোগ অবশেষে দুটি জীবনকে কি সুরে বাজাতে পারবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’।
ছবিটিতে সুর সঞ্চার করেছেন অভিষেক বসু এবং অভীক গাঙ্গুলি। প্রখ্যাত পোশাক পরিকল্পক তেজাস গান্ধী এই ছবির সহ পরিচালক। অর্জুনের ভূমিকায় অভিনেতা ফৈয়জ খান, পাখির ভূমিকায় সঞ্চারী দত্ত এবং রাগিনীর ভূমিকায় অমৃতা হালদার।
সঞ্চারী এই ছবিতে ক্যামেরার কাজেও সাহায্য করেছেন। এ ছাড়াও ক্যামেরা করেছেন তেজাস গান্ধী, শুভাশিস মণ্ডল, অরূপ হালদার। কস্টিউম এবং স্টাইলিং-এ সঞ্চারী দত্ত এবং তেজাস গান্ধি। মেক আপ এবং হেয়ার স্টাইলিং-এ সঞ্চারী দত্ত এবং অমৃতা হালদার।
আরও পড়ুনঃ বিশ্ব সংগীত দিবসে ডিজিটালে সম্মান জ্ঞাপন ভারতীয় সংগীত কিংবদন্তিদের
সঙ্গীত পরিচালনায় অভিষেক বসু, অভীক গাঙ্গুলি। যন্ত্রসঙ্গীতে অভীক গাঙ্গুলি, সৌম্যজ্যোতি ঘোষ, ইন্দ্রদীপ ঘোষ, অভিষেক বসু। গান গেয়েছেন ইলা বিশ্বাস। সাউন্ড ডিজাইন করেছেন শুভাশিস মণ্ডল। এডিটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজটিও করেছেন শুভাশিস মণ্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584