নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক অরিজিনালস-এ হাজির পূর্ণ দৈর্ঘের ফিচার ফিল্ম ‘অন্তর্দ্বন্দ্ব’। ২৬ জুন হয়ে গেল ছবির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার।
‘অন্তর্দ্বন্দ্ব’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন মধুমিতা সরকার। পরিচালনায় সন্দীপ সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, মধুমিতা সরকার, চন্দন সেন, মিঠু চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
গল্প আবর্তিত হয় পৃথা নামের একটি ছোট্ট শহরের মেয়েকে কেন্দ্রে রেখে। পৃথা শিক্ষিতা এবং খুব সাদামাটা। বিয়ের পর তার জীবনটা কীভাবে পালটে যায় এবং সেটা ভাল নাকি খারাপ তা জানতে হলে ক্লিক অরিজিনালসে পাড়ি দিতে হবে।
আরও পড়ুনঃ “সৌরভ দাসের সঙ্গে আমার কোনও সমস্যা নেই, দায়ী কেবল সময়”, লাইভে জানালেন স্বস্তিকা
সময় এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মুঠোফোনে চোখ রেখেই বেছে নিতে হচ্ছে বিনোদনের খোরাক। আর তাই খোঁজ মিলছে নিত্যনতুন ওটিটি প্ল্যাটফর্ম এবং সেই মাধ্যমের জন্য ছোট বড় দৈর্ঘের ছবি। ‘অন্তর্দ্বন্দ্ব’ তেমনই একটি। দেখে নিন যখন তখন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584