জৈদুল সেখ, বহরমপুরঃ
জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে উৎসব সবার, এই চিন্তা ভাবনাকে মাথায় রেখে পুজোয় অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ গ্রহণ করল বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটি। জেলার বিভিন্ন প্রান্তের অর্থাৎ কর্ণসুবর্ণ, পলসন্ডা এবং ধূপঘাটির প্রায় ৫০ জন ছোটো ছোটো অসহায় দুঃস্থ ছেলেমেয়েদের নিয়ে পুজোর মরশুমে শারদীয়ার আনন্দ ভাগ করে নিতে স্বেচ্ছাসেবী সংস্থা একাত্মা পরিবারের সদস্যরা পোশাক বিতরণ করেন বহরমপুরে।
বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন এই সমস্ত দুঃস্থ বাচ্চাদের দুর্গা পূজা উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণ এবং সোসাইটির অতিথিবৃন্দ তন্ময় ঘোষের ঐকান্তিক ইচ্ছায় খাবারও বিতরণ করা হল। সঙ্গে ছিল শিশু শিক্ষা এবং শিশু স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা। উক্ত কর্মসূচিতে সিনির পক্ষ থেকে অপুষ্টিতে ভোগা মা ও শিশুদের জন্য কিছু সাপলিমেন্ট জাতীয় পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়।
একাত্মা ওয়েলফেয়ার সোসাইটির এই মিলন উৎসবের উদ্যোগের সাক্ষী হয়ে উপস্থিত ছিলেন আমন্ত্রিত সম্মানীয় ব্যক্তিত্ব খাগড়া গুরুদাস স্কুলের প্রধান শিক্ষক শ্রী ডক্টর সন্দীপ দাশগুপ্ত মহাশয় , সিনির আসিস্টেন্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী এবং জেলার হেলথ সেকশনের শিশু সেলের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী রূপেশ কুমার দাস। সোসাইটির এই কর্মসূচির মধ্যে দিয়ে অভিনব পদ্ধতিতে শিশু শিক্ষা এবং শিশু স্বাস্থ্য সচেতনতা আলোচনা এবং ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুনঃ পুজোয় জনস্রোত কলকাতায়, রাতে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
তাদের এই কর্মসূচি আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, এই সমস্ত বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সদা সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন একাত্মা সোসাইটির সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584