নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে বন্ধ ব্যবসাপত্র। খোলা নেই দোকান বাজার। তাই রায়গঞ্জে এবছরের অক্ষয় তৃতীয়া অত্যন্ত জৌলুসহীন ভাবে কাটছে। সরকারি নির্দেশ অমান্য করে খোলা হবে না দোকান। প্রতিবছরের মতো এবছরও আর ধুমধাম করে পালন হলো না অক্ষয় তৃতীয়া। নিয়ম রাখতে ছোট করে দোকানে দোকানে পুজো হলেও তা শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই হয়েছে।
এদিকে ছোট করে নিয়মরক্ষার পুজোর জন্য সেই অর্থে লক্ষ্মী বা গণেশের প্রতিমার তেমন চাহিদা নেই। প্রতিমার পসরা সাজিয়ে বসতে দেখা যাচ্ছে না মৃৎশিল্পীদেরও। দোকান বাজারে পুজোর জন্য কেনাকাটার ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ের আয় উন্নতির লক্ষ্যে প্রতিবছরই অক্ষয় তৃতীয়া পালন করেন ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ বিভেদ ভুলে রোগীদের খাদ্য বিতরণে মৌসম কৃষ্ণেন্দু
ঐতিহ্যবাহী মোটর কালীমন্দির, বন্দর কালীমন্দির সহ একাধিক মন্দিরে পুজোও দেন। ব্যবসায়ীদের মতে, লকডাউন মেনে করোনা ভাইরাসের মতো এই দুর্যোগ ভালোয় ভালোয় কাটাতে পারলে সামনের বছর অবশ্যই বড় করে তাঁরা অক্ষয় তৃতীয়া পালন করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584