বাঁকুড়ার জেলা শাসকের হাতে পুরস্কার তুলে দিলেন অক্ষয় কুমার

0
533

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

Aksay kumar Giving the prize to the Dm of birbhum
অক্ষয় কুমার ও জেলাশাসক ডঃ উমাশঙ্কর এস। নিজস্ব চিত্র

বিশ্ব শৌচাগার দিবসের প্রতিযোগিতায় দেশের সেরা দশে বাঁকুড়া।মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বাঁকুড়া জেলাশাসক ডঃ উমা শংকর এস এর হাতে ট্রফি তুলে দিলেন স্বচ্ছ ভারত মিশনের ব্রান্ড অ্যাম্বাসেডার অভিনেতা অক্ষয় কুমার।বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল জাতীয় স্তরের প্রতিযোগিতা।আর সেই প্রতিযোগিতায় এবার মিলল জাতীয় স্বীকৃতির শংসাপত্র ও ট্রফি৷বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষ্যে মিনিস্ট্রি অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪১২টি জেলা অংশ নেয়।জাতীয় স্তরে বাঁকুড়ার এই শিরোপা মেলায় খুশী জেলার আধিকারিক মহলও।

Aksay kumar Giving the prize to the Dm of birbhum 2
স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড আম্বাসেডোর এর হাত থেকে পুরস্কার নিচ্ছেন জেলাশাসক। নিজস্ব চিত্র

বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এস জেলার এই সাফল্যকে জেলাবাসীর প্রতি উৎসর্গ করে জানিয়েছেন,এই সাফল্যে জেলার আধিকারিক,জন প্রতিনিধিদের সাথে আম জনতারও যথেষ্ট অবদান রয়েছে।তাই সকলকে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন এবং তিনি বলেন, এই পুরস্কার মেলার পর জেলাবাসীর দায়িত্ব ও কর্তব্য আরও কয়েক গুণ বেড়ে গেল।

আরও পড়ুনঃ টেলি সিরিয়ালে অভিনয়ের আশায় ঘর ছাড়ল দুই নাবালিকা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here