নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
অরণ্য সপ্তাহ উপলক্ষে “দুয়ারে দুয়ারে গাছ দত্তক” কর্মসূচি পালন করল অত্যন্ত জেলা মুর্শিদাবাদ বেলডাঙার সুপরিচিত ও স্বনামধন্য সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান “আল-আমন ফাউন্ডেশন” ও “বটতলা সোশ্যাল ওয়েলফেয়ার এবং এডুকেশন ইনস্টিটিউট”।
প্রায় তিন শত ছোট ছোট চারাগাছকে বিশ্ব সবুজায়নের লক্ষ্যে “আল-আমন ফাউন্ডেশন” শিক্ষা প্রতিষ্ঠানের খুদে পড়ুয়ারা। এলাকার অনেক কচিকাঁচারাও এই অনুষ্ঠানে শামিল হয়। গাছ হাতে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হয় পরিচর্যা ও যত্ন করে উক্ত চারাগুলো বড় করবে তারা। যেহেতু গাছ হল মানুষ সহ সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য পৃথিবীর সবচেয়ে অপরিহার্য অঙ্গ।
খুদে পড়ুয়াদের বার্তা, মা যেমন আমাদেরকে আদর, যত্ন ও পরিশ্রম করে বড় করেছে ঠিক তেমনি করেই আমরাও সঠিক নিয়মে পরিচর্যার মাধ্যমে চারাগাছ গুলো বড় করব। গাছ আমাদের চরম ও পরম বন্ধু তাই অকারনে একটি গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না।
আরও পড়ুনঃ ডোমজুড়ে এসএফআই, ডিওয়াইএফআই ও রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন
এদিন প্রধান শিক্ষিকা গাছের উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন। গাছেদের বেঁচে থাকার বিষয়টি খুদেদের সামনে গল্পাকারে তুলে ধরেন শিক্ষাবিদ গোলাম গাউস। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ মির মিজানুর রহমান বলেন, আমাদের সকলের উচিত সারা জীবনের মধ্যে অন্তত একটি করে ছোট চারা গাছ লাগিয়ে সবুজায়নে শামিল হয়ে এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে তোলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584