গোলাম মুর্তজা, হাওড়াঃ-
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE) পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে(NEET) রেকর্ড সাফল্য পেল আল-আমিন মিশন। গত ৬ মে অনুষ্ঠিত জাতীয় স্তরের এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় মিশনের চারশোর বেশি ছাত্র-ছাত্রী সফল হয়েছে। এর মধ্যে ছাত্রী সংখ্যাই একশোর বেশী ।
আল-আমিন মিশন উলুবেড়িয়া শাখার ছাত্র মুহাম্মাদ সিনান হাম্মাম মিঞা ৭২০ এর মধ্যে ৬৪০ নম্বর পেয়ে সারা ভারতে ২৬০ র্যাঙ্ক করেছে। মুর্শিদাবাদ জেলার নবগ্ৰামের ছেলে হাম্মাম কার্ডিওলজিস্ট হতে চায়।
দিন দিন সর্বভারতীয় এই পরীক্ষায় ভাল ফলাফলে ক্রমশই উর্ধ্বমুখী আল-আমীন মিশন। আগের বার যেখানে প্রথম পঞ্চাশ হাজারে ছিলেন ১২১ জন এবার সেখানে সফল প্রায় চারশোরও বেশী হবু ডাক্তার।স্বভাবতই এই সাফল্যে খুশি সংস্থার কর্ণধার নুরুল ইসলাম মিদ্দা। তিনি নিউজফ্রন্ট প্রতিনিধিকে ফোনে জানান, ” আমাদের পথ চলার ইতিহাসে আমরা ক্রমান্বয়ে আগের রেকর্ড ভেঙে চলেছি। এর জন্য করুণাময় আল্লাহকে শুকরিয়া।”
আল আমিন থেকে সফল হওয়া অন্যান্যদের মধ্যে প্রথম দিকে আছে শেখ আবিব, শরিফ আহমেদ, আসিফ আলী, সামিম মহম্মদ, আরিফা খাতুন প্রমুখ। প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে গ্ৰামের মুসলিম ছেলে মেয়েরাও যে শিক্ষা ক্ষেত্রে সাফল্যের শিখরে উঠতে পারে তার অন্যতম নজির গড়তে সর্বদা তৎপর আল আমিন মিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584