মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
জোরকদমে চলছিল শ্যুটিং। নকল গোলাগুলির আওয়াজ, পোড়া কার্তুজের গন্ধ, শিল্পীদের ব্যস্ততায় গমগম করছিল নিউ মেক্সিকোতে বসা হলিউড ছবি ‘রাস্ট’-এর শ্যুটিং সেট। এর মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নকল বন্দুকের থেকে ছুটে গেল আসল গুলি। আর তারই আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন ছবির মুখ্য চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনস।
চিত্রনাট্য অনুযায়ী, ‘রাস্ট’ ছবির শ্যুটিংয়ে নকল বন্দুক হাতে নিয়ে শ্যুট করছিলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। সেইসময় হঠাতই তাঁর হাতে থাকা নকল বন্দুক থেকে আসল গুলি ছুটে গেল ওই চিত্রগ্রাহকের দিকে। সেই গুলির আঘাতেই মৃত্যু হয়েছে চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘রাস্ট’ ছবির পরিচালক জোয়েল সৌজা-ও।
এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বছর আটচল্লিশের হ্যালাইনা হাটচিনসকে বিমানে করে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কোনো আশা দেখতে পারেননি ওই হাসপাতালের চিকিৎসকরা। এরপরই সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ আরিয়ানকাণ্ডে চাঙ্কি কন্যা অনন্যাকে ফের জেরা এনসিবির, শ্যুটিং পিছোলেন অভিনেত্রী
এই ঘটনায় এখনও পর্যন্ত হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের নামে কোনওরকম অভিযোগ জমা পড়েনি। তবে এই ঘটনার তদন্তে তিনি পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন অ্যালেক বল্ডউইন। এদিকে, ‘রাস্ট’ ছবির শ্যুটিং ফ্লোরে যে খেলনা বন্দুক ব্যবহার করা হচ্ছিল, তা থেকে কীভাবে আসল গুলি চলল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছবির শ্যুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। এখনও ‘রাস্ট’ ছবির গোটা ইউনিটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যায়, এই ছবি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অ্যালেক বল্ডউইন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584