নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আরও সুন্দর হচ্ছে আলিপুরদুয়ার শহরের প্রানকেন্দ্র আলিপুরদুয়ার চৌপথি। পর্যটকদের জন্য ডেস্টিনেশন পয়েন্ট করা হবে আলিপুরদুয়ার চৌপথিকে। আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৪৪ লক্ষ টাকা ব্যায়ে সৌন্দর্যায়ন হবে আলিপুরদুয়ার চৌপথির। চৌপথিতে বসানো হবে ঘড়ি, বসবে জলের ফোয়ারা, থাকবে সেলফি স্পট। সব মিলিয়ে ডুয়ার্সের ডেস্টিনেশন পয়েন্ট করা হচ্ছে আলিপুরদুয়ার চৌপথিকে।
শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আলিপুরদুয়ার চৌপথি পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।
এদিন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “আলিপুরদুয়ার চৌপথিকে আমরা ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে সাজিয়ে তুলবো। চৌপথিতে একটি ঘড়ি বসানো হবে। এছাড়া চৌপথিতে জলের ফোয়ারা থাকবে, থাকবে সেলফি পয়েন্টও। সব দিক থেকে সাজিয়ে তোলা হবে আলিপুরদুয়ার চৌপথিকে। শহরের ব্যবসায়িদের দাবি ছিলেন চৌপথিতে ঘড়ি বসানোর। তাদের দাবি মেনেই চৌপথিকে সাজিয়ে তোলা হচ্ছে।”
জানা গিয়েছে ডুয়ার্সের অন্যতম শহর আলিপুরদুয়ার। পর্যটকদের কাছে এই শহর সবুজ শহর নামে পরিচিত। এই শহরকে পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলে ধরার জন্য চৌপথিকে ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584