নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
করোনা আর বৃষ্টির জেরে ফিকে আলিপুরদুয়ার জেলার জন্ম দিবসের অনুষ্ঠান। ২৫ জুন বৃহস্পতিবার সাতে পা দিল আলিপুরদুয়ার জেলা। গত ২০১৯ সালে এই দিনে শোভাযাত্রা সহ নানান বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এই বছর করোনা আর বন্যার জেরে ফিকে হয়ে গেছে জেলার জন্মদিবস উদযাপনের অনুষ্ঠান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ জুন আলিপুরদুয়ার জেলার জন্ম হয়। জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার মহকুমা এলাকাকে জেলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জেলার ৭ তম জন্মদিন। এদিনও আলিপুরদুয়ার বাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।
আরও পড়ুনঃ পঞ্চায়েতের উদ্যোগে বৃক্ষরোপণ করে হল রাস্তার উদ্বোধন
তিনি বলেন, ‘এদিনও মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলাবাসীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরাও এই দিনে আমাদের প্রিয়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম ও শুভেচ্ছা জানিয়েছি। আলিপুরদুয়ারের ইতিহাসে চিরকাল বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে জেলার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584