সুদীপ পাল,বর্ধমানঃ
অ্যালয় স্টিল প্লান্ট-এর বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আইএনটিইউসি, সিটু-সহ মোট আটটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ একসাথে প্রতিবাদ জানালো।
দুর্গাপুরের গান্ধী মোড়ের কাছে ও ভিড়িঙ্গির কাছে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বলে জানা যায়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিটুর জেলা সম্পাদক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী, সিটু নেতা পঙ্কজ রায় সরকার, আই আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক-সহ অন্যরা। উপস্থিত ছিলেন সিপিএম বিধায়ক সন্তোষ দেব রায়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে এবিভিপি-র প্রতিবাদ মিছিল
অবরোধের জেরে জাতীয় সড়কে যানজট হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর এসিপি (পূর্ব) আরিশ বিলাল, এসিপি (ট্রাফিক) শাশ্বতী সামন্ত। অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে।
বারবার সরে যাওয়ার কথা বললেও তা শোনেনি অবরোধকারীরা। ঘণ্টাখানেক অবরোধের পরে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়। জাতীয় সড়ক অবরোধ এর কথা মানতে চাননি সিটু নেতা পঙ্কজবাবু। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে। ফলে রাস্তায় যানচলাচল থমকে গিয়েছিল বলে তিনি জানান।
আইএনটিইউসি নেতা বিকাশবাবু বলেন, বিলগ্নিকরণের প্রতিবাদে শ্রমিকদের সাথে সাধারণ মানুষও পথে নেমেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584