নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সারা দেশ জুড়ে কেন্দ্রের বিজেপি সরকার বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে পরিস্থিতিকে আরো ভয়াবহ করার জন্য মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্র সরকারের পদাঙ্ক অনুসরণ করে এরাজ্যের মুখ্যমন্ত্রীও সারা রাজ্যের সমস্ত মদের দোকান খোলার পারমিশন দিয়েছে।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই মানুষের পর্যাপ্ত রেশন, স্বাস্থ্য সুরক্ষা,ডাক্তার,নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিতে ব্যার্থ বলে দাবি ডিএসও -র।
এই অবস্থায় মানুষের মধ্যে যখন এই প্রাথমিক জিনিস গুলো না পাওয়ায় ক্ষোভ দেখা দিচ্ছে, তখন সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ছাত্র ও যুব সমাজকে মদ খাইয়ে মাতাল করে রাখতে চাইছে -এমন ভাবেই তীব্র নিন্দা করলো এই ছাত্র সংগঠন।
আরও পড়ুনঃ সাহায্য মেলেনি তাই ভিন পেশায় প্রশান্ত
সাথে সাথেই সারা রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ ও মাদক দ্রব্য নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার ছাত্র সংগঠন ডিএসও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে সারা জেলায় সমস্ত বিডিও অফিস এবং বেলদা,সবং, খড়্গপুর ও মেদিনীপুরের কোতোয়ালি থানায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেয়।
বেলদা থানা ও বিডিও অফিসে ডেপুটেশনে নেতৃত্ব দেন ছাত্র সংগঠন ডিএসও র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ব্রতীন দাস, জেলা শাসক দফতরে ডেপুটেশনে নেতৃত্ব দেন কমিটির সহ-সভাপতি সিদ্ধার্থ ঘাঁটা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা টুম্পা গোস্বামী, সুজিত জানা।
তাদের দাবি মদ নয়,খাদ্য চাই। জেলার সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে।জেলার প্রতিটি মানুষ কে প্রয়োজন মতো খাদ্য সামগ্রী রেশনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ওই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে ডেপুটেশন দেওয়া হয় বলে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584