দেশজুড়ে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ পাঁশকুড়ায়

0
70

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনা আবহে দেশজুড়ে চলা লকডাউনের তৃতীয় পর্যায়ে সর্বত্র মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা এখন রেড জোনের আওতায়।

locality protest to close wine shop in panskura | newsfront.co
নিজস্ব চিত্র

অথচ খুলে দেওয়া হয়েছে মদের দোকান গুলো। এমতাবস্থায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই মদের দোকান বন্ধের দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হলো পাঁশকুড়া থানায়। এসইউসিআই(সি) দলের ছাত্র যুব মহিলা সংগঠনের পাঁশকুড়া আঞ্চলিক কমিটির সদস্যরা বিক্ষোভ দেখান এদিন।

পাঁশকুড়া পুরাতন বাজার যাত্রী প্রতীক্ষালয় থেকে সংগঠনের সদস্যরা নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই মিছিল করে পাঁশকুড়া থানায় গিয়ে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয়।

আরও পড়ুনঃ লকডাউনে মাস্ক বানিয়ে রোজগারে নেমেছেন দর্জিরা

অবিলম্বে মদের দোকান বন্ধ করার পাশাপাশি সমস্ত মানুষকে খাদ্য সরবরাহ, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা, বেআইনি মদের দোকান উচ্ছেদের দাবি জানানো হয়। বিক্ষোভে নেতৃত্বে দেন সিক্তা মাজি, স্নেহলতা সাউ, লক্ষীকান্ত সাঁতরা, সুমন্ত সী প্রমুখ।

বিক্ষোভকারীদের বক্তব্য, করোনা সংক্রমণ যখন দেশজুড়ে বেড়েই চলেছে, সেই সময়ই কেন্দ্র ও রাজ্য সরকার দেশি বিদেশি মদের দোকান খোলার অনুমতি দিয়েছে।

ফলস্বরূপ মদের দোকানগুলোতে ব্যাপক ভিড়। কোনো রকম নিয়ম বিধি মেনে চলছেনা কেউই। এর ফলে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ।

কোটি কোটি মানুষ যখন লকডাউন পরিস্থিতিতে খাদ্য পাচ্ছেনা, পরিযায়ী শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেসময় সরকারের মদের দোকান খোলার জঘন্য সিদ্ধান্ত বরদাস্ত করা যায়না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here