নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কোভিড প্রটোকল মেনেই পশ্চিম মেদিনীপুরে নেওয়া হল নিট পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরে যেসব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল রবিবার সকাল থেকেই সেইসব কেন্দ্র গুলিতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। করোনা পরিস্থিতিতে থার্মাল চেকিংয়ের পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের।
মানা হয়েছে শারীরিক দূরত্ববিধিও। রবিবার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পশ্চিম মেদিনীপুর জেলার ২০টি কেন্দ্রে নেওয়া হয়। মোট ৬ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় এই জেলায়।
পশ্চিম মেদিনীপুর জেলায় ২০ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে খড়গপুর শহর ও শহরতলিতে ১৩ টি, মেদিনীপুর শহরে ছটি ও দাঁতনে একটি পরীক্ষা কেন্দ্র ছিল।
আরও পড়ুনঃ শিয়রে বিশ্বকর্মা পুজো, বুকিং না পাওয়ায় চিন্তিত মাইক ব্যবসায়ীরা
মেদিনীপুর শহরের পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেদিনীপুর মহিলা কলেজে ৫৫০ জন, কলেজিয়েট স্কুলের বালক বিভাগে ৩০০ জন, বিদ্যাসাগর বিদ্যাপীঠে ২৪০ জন, ডিএভি পাবলিক স্কুলে ১৬৩ জন, বিদ্যাসাগর শিশু নিকেতনে ৩০০ জন ও রাঙ্গামাটি স্কুলে ৩০০ জন ছাত্র ছাত্রী রবিবার পরীক্ষা দেয়। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584