নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিশ্ব হিন্দু পরিষদের বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচীর মন্তব্য ঘিরে তুমুল রাজনৈতিক শোরগোল। তাঁর বক্তব্য যাঁরা গোমাংস খায় তাদের ডিএনএ বাকি ভারতীয়র থেকে আলাদা। আরএসএস প্রধান মোহন ভাগবত গত ৪ জুলাই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের একটি অনুষ্ঠানে বললেন সব ভারতীয়র শরীরে একই ডিএনএ রয়েছে, তাঁর ধর্ম যাই হোক না কেন! তিনি ভারতীয় এটিই বড় কথা।
মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ওই অনুষ্ঠানে গো- রক্ষার নামে নিপীড়ন, হিংসার ঘটনার বিরোধিতা করে মোহন ভাগবত বলেন যে হিন্দুরা এই ধরণের ঘটনা ঘটিয়ে থাকে তারা আসলে হিন্দু বিরোধী। সংঘপ্রধান ভাগবতের এই কথার একেবারে উল্টো পথে হেঁটে বিশ্ব হিন্দু পরিষদের বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচী বলে বসলেন, সব ভারতীয়র ডিএনএ এক কিন্তু যাঁরা গোমাংস খান তাঁদের ডিএনএ আলাদা।
শনিবার রাজস্থানের দৌসায় এক অনুষ্ঠানে যোগ দেন সাধ্বী প্রাচী। সেখানেই তিনি মোহন ভাগবতের মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন সব ভারতীয়দের ডিএনএ আর গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ কোনভাবেই এক হতে পারেনা। ওই অনুষ্ঠানে ‘লাভ জিহাদ’ আইন বিষয়েও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ অসমের পর এবার যোগীরাজ্যে নয়া নীতি, দু’য়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি চাকরি
বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী এদিন বলেন যে, লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদের ধর্মান্তকরণ করা হয়। যেকোন প্রকারে তা বন্ধ করতেই হবে সরকারকে। এছাড়াও তাঁর দাবি সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনা হোক। দুইয়ের অধিক সন্তান থাকলে সরকারি সবরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তাঁরা। বলার অপেক্ষা রাখেনা এই বিষয়েও তাঁর নিশানায় রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ই।
আরও পড়ুনঃ হিন্দু পুরুষ যদি হিন্দু মহিলার সঙ্গে মিথ্যাচার করে, তা ‘জিহাদ’, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার
এ প্রসঙ্গে সাধ্বীর মন্তব্য ঘিরে সংঘের অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে তুমুল বিতর্কের। কেউ কেউ মোহন ভাগবতের বক্তব্যের বিরোধিতা করলেও আরএসএসের এক শীর্ষ নেতার দাবি, যারা মোহন ভাগবতের বক্তব্যের বিরোধিতা করছে তাঁরা কেউ স্বয়ংসেবক নন। মোহন ভাগবত ভারতের ঐক্যের কথাই বলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584