মুখ পুড়ল যোগী সরকারের, আন্দোলনকারীদের ব্যানার টাঙানো ‘অত্যন্ত অন্যায়’বলে মন্তব্য কোর্টের

0
366

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

যোগী সরকারের প্রশাসনকে সিএএ বিরোধী আন্দোলনকারীদের ব্যানার সরানোর নির্দেশ দিয়ে এলাহাবাদ হাইকোর্ট আন্দোলনকারীদের ব্যানার টাঙানোো ঘটনাকের ‘অত্যন্ত অন্যায়’ ও ‘সীমালংঘন’ বলে মন্তব্য করল রবিবার।

সেই ব্যানার (ছবি সৌজন্যে টুইটার)

নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে সারাদেশের সঙ্গে উত্তর প্রদেশও উত্তাল হয়। বলা যেতে পারে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরপ্রদেশ।ঘটে গুলি চালানোর ঘটনা। বহু মানুষের মৃত্যু হয়। ক্ষয়ক্ষতিও হয় বহু।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, যারা জনগণের সম্পত্তি নষ্ট করছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তিনি জানান, “যে সমস্ত লোক সহিংস বিক্ষোভের পথ বেছে নিয়ে জনগণের সম্পত্তি নষ্ট করেছে এখন তাঁদের সেই সব লোকসানের জন্য ক্ষতিপূরণ দিতে হবে”।

ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে সেই ব্যানার (ছবি সৌজন্যে টুইটার)

আন্দোলনে গন্ডগোল পাকানো ও সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয় অনেকের বিরুদ্ধে। লখনৌ প্রশাসন নাম, ছবি ও ঠিকানাসহ  প্রায় ৬০ জনের ব্যানার টাঙিয়ে দেয় শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে।

উত্তরপ্রদেশ সরকারের এ হেন কান্ডের  বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্টের আবেদন করেন বিভিন্ন সমাজকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো। মানুষের ‘গোপনীয়তার অধিকার’ বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

সেই মামলার শুনানির জন্য আজ রবিবারও জরুরী ভিত্তিতে কোর্ট বসে। শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গোবিন্দ মাথুর ও জাস্টিস রমেশ সিনহা সিএএ বিরোধি আন্দোলনকারীদের ব্যানার টাঙানোর ঘটনাকে ‘অত্যন্ত অন্যায়’ ও ‘সীমালংঘন’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তাঁরা লক্ষ্ণৌ প্রশাসনকে সেই ব্যানার বেলা ৩টের মধ্যে  সরিয়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here