শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
রাষ্ট্রদ্রোহের মামলায় সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শারজিল ইমামের জামিন মঞ্জুর করলো এলাহাবাদ হাইকোর্ট। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলনে বক্তৃতা দেন শারজিল, সেই বক্তব্যের কারণে দেশদ্রোহিতার মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে।
শারজিলের বিরুদ্ধে সিভিল লাইন্স পুলিশ স্টেশনে দায়ের হয় এফআইআর। শারজিল ইমামের বিরুদ্ধে দেশদ্রোহিতা আইনে এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়।
Allahabad High Court Grants Bail To Sharjeel Imam In Sedition Case Filed Over His Speech At AMU https://t.co/6cgDXrWyUj
— Live Law (@LiveLawIndia) November 27, 2021
তবে জামিয়া বিশ্ববিদ্যালয়ের হিংসার মামলা সহ আরও কয়েকটি মামলায় অভিযোগের থেকে রেহাই না মেলায় দেশদ্রোহিতার মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাবেন না শারজিল।
আরও পড়ুনঃ সন্দেহজনক এনকাউন্টারগুলি অপরাধ কমানোর পথ নয়, দিল্লি পুলিশকে তিরস্কার আদালতের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584