২৬০০০ টাকার ব্রেকফাস্ট খেয়ে বেকায়দায় প্রধানমন্ত্রী

0
187

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ভরপেট সারলেন ব্রেকফাস্ট, আর বিল মেটালেন দেশের নাগরিকদের ট্যাক্সের টাকায়। হ্যাঁ, এমনই অভিযোগ উঠেছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিনের বিরুদ্ধে। প্রতিদিনের ব্রেকফাস্ট বাবদ প্রায় ২৬ হাজার টাকা বিল করেছেন তিনি, আর নিজের খাওয়াদাওয়ার খরচ মিটিয়েছেন জনগণের ট্যাক্সের টাকায়।

sanna marin | newsfront.co
সানা মেরিন। সৌজন্যেঃ সিএনএন

দেশের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন এই কাজ সম্পূর্ণ আইনবিরুদ্ধ, এর বিরুদ্ধে তদন্ত করা হবে। যদিও সেই দেশের প্রধানমন্ত্রীর দাবি, এর আগে যারা প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন। তিনি আরও জানান, আমলাদের অনুমতিতেই ব্রেকফাস্টের খরচ কোষাগার থেকেই মেটানো হয়।

আরও পড়ুনঃ সিএএ কার্যকর করার প্রক্রিয়া শুরু কেন্দ্রের

উল্লেখ্য, ২০১৯-র ডিসেম্বরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে বসেন সানা মেরিন। গোটা বিশ্বের কাছে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি খুবই প্রশংসিত। এমনকি করোনা পরিস্থিতিও দক্ষ হাতে সামলেছেন তিনি। কিন্তু এই ঘটনার পর সেই ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here