নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ফের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মারধরের ঘটনায় আহত ৩ বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর-২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের থিয়ার গ্রামে।
পুলিশ সূত্রে খবর, রামনগর থানার থিয়ার বাজারে আমপান বিধ্বস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ, প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ মালির নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে ১৫-২০ জন দুস্কৃতী হামলা চালায়। ইঁট, রড, লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে বিজেপির অভিযোগ।
আরও পড়ুনঃ জঙ্গিপুরে একলক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত ২
দুস্কৃতীদের মারে শম্ভু মুণিয়া, জয়দেব মুণিয়া ও সুকুমার জানা নামে তিনজন বিজেপির সক্রিয় কর্মী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় বালিসাই হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তাঁরা চিকিৎসাধীন। তবে এ বিষয়ে এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রের দাবি।
আরও পড়ুনঃ মাটির রাস্তায় পলিথিন টাঙিয়ে ঠাঁই বালুরঘাটের অসহায় পরিবারগুলির
কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের আশ্রিত দুস্কৃতীরা পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন। দুস্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।’ তবে পূর্ব মেদিনীপুরের সভাধিপতি দেবব্রত দাস বলেন, ‘মারধরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীকোন্দলে এই ঘটনা ঘটেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584