মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার বই মেলায় কোচবিহারের রাজাকে অসম্মানের অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের দারস্থ হয়েছে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট।
অভিযোগ, কোচবিহার বইমেলা প্রাঙ্গণে কোচবিহারের মহারাজা জীতেন্দ্র নারায়নের ছবিতে ইচ্ছাকৃত ভাবে মহারাজা জগদীপেন্দ্র নারায়নের নাম লিখে ইতিহাস বিকৃতি করা হয়েছে।
এই বিষয়ে ইতিমধ্যেই কুমার জীতেন্দ্র নারায়নের নেতৃত্বে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট কোচবিহার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানায়।
আরও পড়ুনঃ শ্রম দফতরের বৈঠকে মন্ত্রীদের সামনেই নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার
বিষয়টি নিয়ে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কুমার জীতেন্দ্র নারায়ন বলেন, গত বছরের মতন এই বছর রাসমেলা মাঠের বই মেলায় ফের ইচ্ছাকৃত ভাবে ইতিহাস বিকৃতি করে মহারাজা জীতেন্দ্র নারায়নের ছবিতে জগদীপেন্দ্র নারায়নের নাম লেখা হয়েছে। এই জঘন্যতম অপরাধ কে বা কারা কোন উদ্দেশ্যে করলো? তাদের শনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তাঁরা তোলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584