বড়ঞায় পেট্রোল পাম্পে কারচুপির অভিযোগ

0
70

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

একেই দেশজুড়ে লাগামছাড়া বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। অগ্নিমূল্য পেট্রলের দামে নাজেহাল শহরবাসী, তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যও।তার ওপর এবার কারচুপি অভিযোগ। বড়ঞাতে পেট্রোলের কারচুপির অভিযোগ উঠল পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Petrol Pump
নিজস্ব চিত্র

জানা যায়, গতকাল সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলির মোড়ে ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে সোনারুল সেখ নামে এক ব্যক্তি মোটরবাইকে পেট্রোল ভর্তে যায়। সেখানে ১১০ টাকার পেট্রোল নেওয়ার পর কিছু দূর যেতে না যেতেই মোটর বাইকটি বন্ধ হয়ে যায়। কোনোমতে ফিরে আসেন ওই পেট্রোল পাম্পে এবং সেখানে অভিযোগ করেন।

ওই ব্যক্তির অভিযোগ,, ১১০ টাকার পেট্রোল ক্রয় করেছিলেন। মিটারে ১১০ টাকার পেট্রোল দেখালেও পেয়েছেন মাত্র ১০০ গ্রাম পেট্রোল।

আরও পড়ুনঃ বাড়ির আট সদস্যকে নিয়ে অসহায় বহরমপুরের রিক্সা চালক, সাহায্যের আবেদন

সূত্রের খবর, এই নিয়ে বিতর্ক তৈরি হলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এসে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। যদিও পরে পেট্রল পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ভুল করে এই বিষয়টি হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই পাম্পের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here