শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আর মাত্র হাতে দুইদিন তারপরই ২৩ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট।কিন্তু তার দুইদিন আগে বিজেপি অভিযোগ করল বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় তাদের ফেস্টুন ব্যানার ছিঁড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
আজ রবিবার সকালে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন বালুরঘাট যুবশ্রী মোড় থেকে শুরু করে টাউন ক্লাব মাঠের মোড় পর্যন্ত আমাদের যতগুলি ফ্ল্যাগ ছিল ফ্লেক্স ছিল খুলে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এটা বোঝাই যাচ্ছে কারা করেছে এবং অদ্ভুত ভাবে তারা আরএসপি বা অন্যান্য দলের ফ্ল্যাগ ফেস্টুনে হাত দিচ্ছে না। আমরা বারবার ফ্ল্যাগ লাগাচ্ছি এর আগেও এমন আরও একবার ঘটেছিলো আবার একবার এমন ঘটনা ঘটলো। তিনি অভিযোগ করেন প্রশাসন যে কি করছে আমি বুঝতে পারছি না।ভোটের সময় রাত্রি বেলায় যদি বালুরঘাটে টহলদারী না হয় তাহলে গ্রামগুলোর অবস্থা কি? তিনি জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমাদের জেলাশাসক কি করছেন?তিনি আরও বলেন উনি একজন মহিলা তাই তার বিরুদ্ধে আমি বেশী কিছু বলতে পারছিনা। উনি সংবিধানের শপথ নেওয়া একজন ভদ্রমহিলা উনি যদি এই কাজ গুলি না দেখেন মানুষের গনতান্ত্রিক অধিকার কে রক্ষা না করেন।
তিনি এও বলেন,তৃণমূলের কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না।স্বয়ং মমতা ব্যানার্জী কাছে এক্সপেক্ট করি তাদের সেই যোগ্যতা নেই এক্সপেক্ট করার মত।কিন্তু প্রশাসনে যারা আছেন তারা তো শিক্ষিত লোক ভদ্রলোক তাদের কাছে আমার এক্সপেক্ট করি।তিনি জানান টাউন ক্লাবের পাশে বড় বড় ফ্লেক্স গুলো কে খুলে নিয়ে চলে গেছে। সুকান্ত মজুমদার বলেন কাল নরেন্দ্র মোদীজির জনসভা দেখে তৃনমুল নেত্রীর ঘুম উড়ে গেছে রাতের,তাই তিনি তার দলের কিছু জোকার টোকার আছে দলের তাদের পাঠাচ্ছিস বিভিন্ন জায়গায় লোকের মনোরঞ্জনের জন্য।তারা ভয় পেয়ে এই কাজ গুলো করছে।
আরও পড়ুনঃ বিজেপির দলীয় পতাকা ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বালুরঘাট টাউন কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান মানুষের সহানুভূতি পাওয়ার জন্য বিজেপি নিজেরাই এই সব কাজ করে আমাদের নামে দোষ চাপাচ্ছে।উল্টে তারা আমাদেরই ফ্লাগ ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584