পণের দাবীতে গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ শ্বশুড়বাড়ির বিরুদ্ধে

0
77

হরষিত সিংহ,মালদহঃ

ফের পণের দাবীতে এক গৃহবধূকে মারধোর করে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকেদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে মালদহ জেলার চাঁচল থানার হাটখোলা গ্রামে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। গৃহবধূ ও তার বাবার বাড়ির লোকেরা পরে চাঁচল থানায় অভিযোগ দায়ের করবে বলে জানায়।

আক্রান্ত ফারহানা নাসরিন।ছবিঃঅভিষেক দাস

পরিবার সূত্রে জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম ফারহানা নাসরিন(২৭)। স্বামী সাইল আহমেদ পেশায় কাপড় ব্যবসায়ি। বাড়ী চাঁচল থানার হাটখোলা এলাকায়। তাদের একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে। গত প্রায় সাড়ে পাঁচ বছর আগে চাঁচলের মোবারকপুরের বাসিন্দা মহম্মদ ইলিয়াস মেয়ের বিয়ে দেয় সাইল আহমেদের সঙ্গে। বিয়ের সময় পণ হিসাবে নগদ চার লক্ষ টাকা ও তিন ভরি সোনা দেয়। অভিযোগ গত কয়েক মাস থেকে ফের দুই লক্ষ টাকা দাবী করে সাইল। স্ত্রীকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য জোর করতে থাকে। রাজী না হলে গৃহবধূকে মারধোর করত। মঙ্গলবার রাতে পণের দাবীতে অত্যাচার চরম আকার ধারণ করে। স্বামী ও শ্বাশুড়ি নিলুফা বেওয়া ব্যাপক মারধোর করে। গায়ে কেরসিন তেল ডেলে আগুন ধরাতে গেলে চিৎকার শুরু করে গৃহবধূ। ছুটে আসে প্রতিবেশিরা। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত মা ও ছেলে। গ্রামের বাসিন্দারা গৃহবধূর বাবার বাড়িতে খবর দেয়। রাতেই জখম মহিলাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে রাতেই মালদা মেডিকেল পাঠানো হয়। ঘটনায় গৃহবধূপ পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় অভিযোগ জানানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here