নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।এন আর ই জি এ প্রকল্পের মাধ্যমে মুরগির খামার তৈরির প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডলের বিরুদ্ধে।
দুর্নীতির বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধানের। অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে প্রধানকে জানালেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।উল্লেখ্য, গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে মুরগির খামার তৈরির প্রকল্প নেওয়া হয় বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতে।
আরও পড়ুনঃ রাজ্যের মন্ত্রীর ঘনিষ্টদের বিরুদ্ধে জমি আত্মসাৎ করার অভিযোগ বিজেপির
৯২ টি প্রকল্প নেওয়া হয়েছিল। প্রত্যেকটি প্রকল্পের জন্য বরাদ্দ হয় এক লক্ষ ৪১ হাজার টাকা। যার বাড়িতে খামার তৈরি হবে সেই বেনিফিসিয়ারি এই তৈরির সাথে যুক্ত থাকবেন বলে নয়ম রয়েছে।বেনিফিসিয়ারিদের অভিযোগ, প্রায় দেড় লক্ষ টাকা মুরগির খামার তৈরির জন্য বরাদ্দ হলেও মাত্র কয়েক হাজার টাকা দিয়ে খামার তৈরি করে পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন পঞ্চায়েতের লোকজন।
ব্লক উন্নয়ন দফতরে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, ‘ব্লক উন্নয়ন আধিকারিককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584