রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
পুরভোটের আগে কান্দি পৌরসভার অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠল কাটমানি নেওয়ার।

বুধবার দুপুর নাগাদ কান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার আওতায় আসা বাড়ি তৈরি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। নিমাই ঘোষের কথায় ৯ নং ওয়ার্ডের জেমো চকপাড়া এলাকার বাসিন্দা সে।

তার নামে অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার অধীনে ঘর তৈরি করার অনুমোদিত অর্থ আসে ।নিমাই ঘোষের অভিযোগ তিনি ৩লক্ষ ৬৮হাজারের মধ্যে ২লক্ষ টাকা পেয়েছেন। তারপর তাকে আর কোনো টাকা দেওয়া হয়নি। ঐ ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন সিংহ কে বার বার বলার পরেও কোনো সুরাহা হয়নি।

আরও পড়ুনঃ ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
তার পরিবর্তে ঘুরতে হয়েছে অনেকবার। তাই বাধ্য হয়ে তিনি কান্দি মহকুমা শাসক দপ্তরে হাজির হন এবং মহকুমাশাসক রবি আগরওয়ালের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। এবং আর্জি জানান যাতে তার সমস্যা সমাধান হয়।

তবে এই বিষয়ে ঐ ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন সিংহ ও মহকুমাশাসক কোনো মুখ খোলেননি। তবে পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন এই বিষয়টিকে খুঁটিয়ে দেখার ও দ্রুত সমস্যার সমাধান করার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584