সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
এক লাখ টাকা না দেওয়ায় গৃহবধূকে মারধোর করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবারের।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার কালিচরণ পুরের ঘটনা। গত দুই বছর আগে দেখাশোনা করে বিবাহ হয়। নোদাখালি থানার বিড়লাপুর বাগান বেড়িয়া চক বাসিন্দা সেখ আলি হোসেনের মেজ মেয়ে আরফিনা বিবির সঙ্গে বিষ্ণুপুর থানার অন্তর্গত কালিচরণপুরের নজরুল মোল্লা পুত্র সাদ্দাম মোল্লার যৌতুক সহ বিবাহ হয়।
বিবাহের একবছর পর পুত্র সন্তান জন্ম দেয় আরফিনা। অভিযোগ, তারপর থেকে আরফিনা বিবিকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে ও মারধর অশান্তি লেগে থাকতো কিন্তু মেয়েকে সুখে শান্তিতে রাখার জন্য আরফিনার বাবা সেখ আলি হোসেন বেশ কিছু বার টাকা দিয়েছে ও বুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে কিন্তু এইবারে টাকার মাত্রা ছিল ১ লক্ষ টাকা যা সাধ্যের বাইরে চলে যায় সেখ আলি হোসেন মোল্লার।
আলি হোসেনের অভিযোগ টাকা দিতে না পারার কারণে আমার মেজ মেয়ে আরফিনা বিবিকে মারধর করে গলায় দড়ি ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে তা না হলে আমাদেরকে খবর দেওয়া হয় যে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আমতলা গ্রামীন হাসপাতালে ভর্তি আছে আমরা আমতলা গ্রামীন হাসপাতালে এসে দেখি যে নেই মেয়ে কে বিষ্ণুপুর থানায় নিয়ে এসেছে।
আরও পড়ুনঃ ডাক্তার নিগ্রহ, গ্রেফতার রোগীর পরিজন
বিষ্ণুপুর থানায় এসে দেখি মেয়ের নিথর দেহ। আমি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত জামাই সাদ্দাম মোল্লা তারা বাবা নজরুল মোল্লা, মা কহিনুর বিবি, বোন রেজিনা খাতুন পলাতক।
পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বিষ্ণুপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584