মনিরুল হক,কোচবিহারঃ
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পর মাথাভাঙ্গার বড় শৈলমারিতে বিক্ষোভের মুখে পড়লেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মাথাভাঙ্গা মহকুমার বড় শৈলমারিতে।মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ।ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা গিয়েছে,শনিবার মাথাভাঙ্গার বড় শৈলমারির ৫ নং দলীয় কার্যালয়ে যান তৃনমূল বিধায়ক ও বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। তিনি দলীয় কার্যালয়ে যাওয়ার কিছুক্ষণ পরে একদল লোক সেখানে গিয়ে বিক্ষোভ দেখান।পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বিপর্যয় সাময়িক,ঘোর কেটে গেলেই মানুষ উন্নয়নে সামিল হবে মত রবীন্দ্রনাথের
বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন,“শনিবার রাতে ভোটের ফল পর্যালোচনার জন্য বড় শৈলমারির পাঁচ নং দলীয় কার্যালয়ে যাই।কিছুক্ষণ পরে ১০০/১৫০ বিজেপির লোক এসে পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে ও অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। নিরাপত্তা কর্মীরা দরজার মধ্যে দাঁড়িয়ে পড়ে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিজেপি কর্মীদের হটিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে হামলা চালায় বিজেপির লোকজন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584