নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় তিনমাস ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে দেশের মধ্যেই আড়াআড়ি বিভক্ত সরকারপন্থী এবং কৃষক সমর্থনকারীরা। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে ট্রোলিং এর শিকার তাঁরা। এমনকী সিংঘুতেও আন্দোলনরত কৃষকদের উপর ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিয়ে আক্রমণ করেন বিজেপি সমর্থকরা।
তবে তা শুধু দেশের মাটিতেই সীমাবদ্ধ থাকলো না, এবার সেই দ্বন্দ্ব দেখা গেল বিদেশের মাটিতেও। সূদূর অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতীয়দের দ্বারাই আক্রান্ত হলেন শিখ সম্প্রদায়ের কয়েক জন যুবক। ভারতের কৃষক আন্দোলনের জেরে তাঁদের উপর এই ঘৃণ্য আক্রমণ করেছেন সেখানকার কিছু মোদী-ভক্ত, এমনটাই অভিযোগ করেছেন তাঁরা।
Hate crime against Sikhs in Sydney.
A group of Sikhs claim that they were attacked by thugs because they were wearing turbans. The victims escaped but were chased and attacked again. pic.twitter.com/blBtXFBdY0
— Mohammed Zubair (@zoo_bear) March 4, 2021
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিডনির একাধিক জায়গায় শিখ সম্প্রদায় এবং ভারত সরকারের সমর্থনকারীদের মধ্যে সংঘাতের ঘটনা বাড়ছে। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের অধিকাংশই শিখ সম্প্রদায়ের। তাই বিদেশেও তাঁরা বিজেপি-ভক্তদের নিশানা হচ্ছেন শিখরা, অভিযোগ উঠছে এমনই।
আরও পড়ুনঃ নাগরিক স্বাধীনতায় নম্বর কমল ভারতের, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্বস্তিতে মোদী সরকার
এমনই একটি ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতপরিচয় একদল যুবক বেসবল ব্যাট এবং হাতুড়ি দিয়ে শিখ যুবকদের উপর হামলা চালিয়েছে। ওই শিখ যুবকরা তখন গাড়ির মধ্যে ছিলেন। অস্ট্রেলিয়ার ৭ নিউজের রিপোর্ট অনুযায়ী, গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় দুষ্কৃতী দলটি। সিডনির হ্যারিস পার্কের এই ঘটনায় শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে সম্মান রক্ষার্থে কন্যার মুণ্ডচ্ছেদ করে আত্মসমর্পণ বাবার
আক্রান্তদের অভিযোগ, ভারতীয়রাই এই হামলা চালায়। সব দিক থেকে গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রায় ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ক্ষতি হয়েছে। কয়েকদিন আগেও শিখরা হামলার শিকার হয়েছেন সিডনিতে। স্থানীয় প্রশাসন শিখ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584